"স্মৃতিকথা" বইয়ের মোড়ক উন্মোচন শনিবার

প্রকাশ | ২৬ মার্চ ২০২১, ১৭:০৬ | আপডেট: ২৬ মার্চ ২০২১, ১৭:১১

অনলাইন ডেস্ক

নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে (বাসাইল, নরসিংদী) নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম লেখা প্রথম বই "স্মৃতিকথা" বইটির মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (২৭ মার্চ) সকাল ০৯টায়।

নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, উদ্ধোধক হিসাবে উপস্থিত থাকবেন শিশু সাহিত্যিক ও গিতি কবি আসলাম সানি, স্বাগত বক্তব্য রাখবেন নরসিংদী মডেলে কলেজের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক ভুইয়া, প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নরসিংদী সরকারী কলেজের সাবে অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, বিশিষ্ট কলামিস্ট ও রাজনীতিক সংগঠক এম. গোলাম মোস্তফা ভুইয়া, জেলা আইজীবী সমিতির সভাপতি এডবোকেট আবদুল বাসেদ ভুইয়া, নরসিংদী ইন্ডিপেন্ডেট কলেজের অধ্যক্ষ ও সভাপতি ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. মাজহারুল পারভেজ, শেরে বাংলা গবেষনা পরিষদের মহাসচিব আর কে রিপন, নরসিংদী সরকারী হাসপাতালের আরএমও ডা. সৈয়দ আমিরুল হক শামিম, নরসিংদী সরকারী করৈজের সাবেক সভাপতি সরকার আদম আলী। 

উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি কাম্য।