x

এইমাত্র

  •  চলে গেলেন প্রখ্যাত কবি শঙ্খ ঘোষ
  •  ভার্চুয়াল কোর্টের ছয় কর্মদিবসে জামিন পেলেন ১২ হাজার ২৫৮ হাজতি
  •  লকডাউনে অসচ্ছল মানুষকে সহায়তায় বরাদ্দ সাড়ে ১০ কোটি টাকা
  •  লকডাউনে থাকছে যেসব বিধিনিষেধ

আরেক দফা বাড়ানো হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২০, ১৬:২৫

সাহস ডেস্ক

করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আরেক দফা বাড়ানো হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী।

বৈঠকে ছুটি কত দিন বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে। বৈঠকের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে ছুটি বাড়ানোর ঘোষণা দেবেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী চলমান মহামারি কোভিড- ১৯ এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল হোসেন বলেন, বর্তমান অবস্থা বিবেচনা করে এখন স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না। তাই চলমান ছুটি আরো বাড়ানো হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রয়েছে। এর আগেই ছুটি বাড়ানোর বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত