করোনাভাইরাসে আক্রান্ত চবি উপাচার্য

প্রকাশ : ১২ জুলাই ২০২০, ০৩:০১

সাহস ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য শিরীণ আখতার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপাচার্য ছাড়াও তার মেয়ে এবং তিন নাতনিসহ বাসার আরও ছয়জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় তাদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করে উপাচার্য বলেন, সামান্য জ্বর আসায় পরিবারের সাতজন পরীক্ষার জন্য নমুনা জমা দেন। সন্ধ্যায় ফলাফল পজিটিভ আসে। এরপর তাঁরা ঘরে থেকে চিকিৎসা শুরু করেছেন।

তিনি বলেন, এখন ক্যাম্পাসের বাসাতেই আছি। জ্বর ও কাশি আছে। এছাড়া আর কোনো গুরুতর সমস্যা নেই।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান জানান, গত দুই মাসে শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে অন্তত ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুজন সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন।

তিনি বলেন, ম্যাডাম, উনার মেয়ে এবং তিন নাতনির কোভিড-১৯ পজিটিভ এসেছে। তাছাড়া উপাচার্য বাসভবনের দুই কেয়ারটেকারের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। সবাই সেখানে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত