তিন হাজার ২৩ প্রতিষ্ঠানে শতভাগ পাস

প্রকাশ | ৩১ মে ২০২০, ১২:৩৩

অনলাইন ডেস্ক

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় ৮২.৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে এসএসসিতে ৮৩ দশমিক ৭৫ শতাংশ, মাদ্রাসায় ৮২ দশমিক ৫১ শতাংশ এবং কারিগরিতে ৭২ দশমিক ৭ শতাংশ পাস করেছে।

রবিবার (৩১ মে) সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

এবার মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে বেড়েছে। এ বছর শতভাগ শিক্ষার্থী পাস করছে, এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ২৩টি। গত বছর যা ছিল দুই হাজার ৫৮৩টি।

এবার জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। পাশের হার ও জিপিএ ৫ দুই তালিকায় শীর্ষে রাজশাহী বোর্ড। এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবছর ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।