এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত সোমবার

প্রকাশ : ২১ মার্চ ২০২০, ১৮:০৭

সাহস ডেস্ক

আগামী ১ এপ্রিল অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে কিনা সে বিষয়ে আগামী সোমবার (২৩ মার্চ) সিদ্ধান্ত নেওয়া হবে। ২৩ মার্চ মন্ত্রিপরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্রে জানা গেছে।

শনিবার (২১ মার্চ) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক এমন তথ্য জানান।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী রোববার বা সোমবার পরীক্ষা নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনা করে প্রাথমিকভাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য এ বিষয়ে একটি প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত