ঢাবি পাঁচ শিক্ষককে অব্যাহতি

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১০

অনলাইন ডেস্ক

শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরিতে যোগদান না করায় পাঁচ শিক্ষককে অব্যাহতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। 

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

অব্যহতি পাওয়া পাঁচ শিক্ষক হলেন- পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল ইসলাম, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইয়াসমিন আকতার ও মো. মহসীন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া তাইসির এবং সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজমেরী ফেরদৌস।

ঢাবি উপাচার্য বলেন, শিক্ষা ছুটি শেষ হওয়ার পরও কাজে যোগদান না করায় ওই পাঁচ শিক্ষককে তাদের পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে।

সিন্ডকেট সভাসূত্র জানায়, সমাজবিজ্ঞান বিভাগের আজমেরি ফেরদৌস পদত্যাগের আবেদন করেন। অন্য শিক্ষকরা শিক্ষা ছুটি শেষ হলেও কাজে যোগ দেননি। তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করতে বলা হয়েছে।