সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত বুয়েটের

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৫

সাহস ডেস্ক

সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতিতে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃপক্ষ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিল মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান।

আগামী ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সারাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, একাডেমিক কাউন্সিলের বেশিরভাগ সদস্য সম্মিলিত ভর্তি পরীক্ষায় যোগদানের বিরোধিতা করেছেন। এজন্য আমরা সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছি না। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উদ্যোগের বিরোধিতা করছি না, তবে আমরা আগের মতোই ভর্তি পরীক্ষা নেব।

এদিকে গত ১০ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সমন্বিত ভর্তি পরীক্ষা না নেয়ার সুপারিশ করেছে। গত ২৩ জানুয়ারি ইউজিসি সিদ্ধান্ত নেয় যে, আগামী ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশব্যাপী সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত