ইন্টারনেট বন্ধ, তবুও প্রশ্নফাঁস

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৩

সাহস ডেস্ক

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে মাধ্যমিক শিক্ষা পরিষদের পরীক্ষা চলাকালে যেন প্রশ্ন ফাঁস না হয় তাই সেখানকার ৪৩টি ব্লকে ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছিল। তারপরও প্রশ্ন ফাঁস বন্ধ রাখা যায়নি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম দিন বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এত পদক্ষেপ নেওয়ার পরও বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রের দুটি পাতা ফাঁস হয়ে গেছে। 

জানা যায়, স্থানীয় বাগডোগরা পরীক্ষা কেন্দ্রের শুভমায়া এসএন হাইস্কুলে বহিরাগত পরীক্ষার্থীদের কাছ থেকে ১৯টি মোবাইল জব্দ করা হয়েছে। অন্তত ১৮ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। 

এবার শুরু থেকেই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশ্ন ফাঁস না হওয়ার লক্ষ্যে মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূমের মতো কিছু জেলার ৪৩টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখা হয়। এ সময় কেবল পরীক্ষার্থী নয়, শিক্ষকদেরও মোবাইল ও স্মার্ট ঘড়ি নিয়ে হলে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছে। 

কঠিন পদক্ষেপের পরও আটকানো যায়নি প্রশ্নফাঁস। পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক পরে হোয়াটসঅ্যাপে প্রশ্নের চার ও পাঁচ নম্বর পাতা বেরিয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত