ভারতের পশ্চিমবঙ্গে বন্ধ ইন্টারনেট

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৮

সাহস ডেস্ক

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

মঙ্গলবার (১৮  ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত নেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবমিলিয়ে রাজ্যের  মোট ৪২টি ব্লকে পরীক্ষা চলাকালীন বন্ধ রাখা হবে পরিষেবা।

প্রতিবারের মতো এবারও পরীক্ষা শুরুর আগে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে রাজ্যের মাধ্যমিক শিক্ষা পর্ষদ। আজ সংবাদ সম্মেলন করেছে পর্ষদ। সেখানে পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের উপরও একাধিক বিধিনিষেধ থাকছে বলেই জানিয়েছেন পর্ষদ সভাপতি।

এছাড়া বলা হয়েছে, মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীরা কেউ স্মার্ট ফোন, ক্যালকুলেটর নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষক-শিক্ষিকারাও।

পাশাপাশি জানানো হয়েছে, সকাল সাড়ে ১০টায় প্যাকেটে করে প্রশ্নপত্র পৌঁছবে পরীক্ষাকেন্দ্রে। ১১টা ৪০ মিনিট নাগাদ খোলা হবে প্রশ্নপত্রের প্যাকেট। ১১টা ৫০ মিনিটে উত্তরপত্র সরবরাহ করা হবে। 

 সূত্র: জি নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত