হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৯, ১২:৩৩

সাহস ডেস্ক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার (২ ডিসেম্বর)।

প্রতিদিন চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে সাড়ে ১০টা, দ্বিতীয় শিফট সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, তৃতীয় শিফট দুপুর দেড়টা থেকে ৩টা এবং চতুর্থ শিফট বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত।

বিরতিহীনভাবে ভর্তি পরীক্ষা চলবে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত।

এ বছর চারটি ইউনিটে ২০০৫ আসনের বিপরীতে মোট ৯৬ হাজার ৭২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন ভর্তিচ্ছু লড়বেন। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd/admission)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত