x

এইমাত্র

  •  ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৩ জনের মৃত্যু
  •  পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী
  •  নাটক সাজাতে গিয়ে পল্লবী থানায় বোমা বিস্ফোরণ

আবারও জাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ, না ছাড়লে ব্যবস্থা

প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৯, ১৬:৫৬

সাহস ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের বিকাল সাড়ে ৩টার মধ্যে আবারও হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যদি ঘোষিত সময়ের মধ্যে হল না ছাড়ে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ।

বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ৩টার মধ্যে আবাসিক হল না ছাড়লে হলে অবস্থানকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

হল প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সব শিক্ষার্থীদের বেলা সাড়ে ৩টার মধ্যে অবশ্যই হল ছাড়তে হবে। শিক্ষার্থীরা যদি ঘোষিত সময়ের মধ্যে হল না ছাড়ে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অধ্যাপক বশির আহমেদ আরও বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বিকাল সাড়ে ৫টায় মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দূর-দূরান্তের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ওই নির্দেশনা নমনীয় থাকে। ইতোমধ্যে ছাত্রীদের হল খালি হয়ে গেছে। ছাত্রহলে অনেকেই এখনও অবস্থান করছে। তাদের বেলা সাড়ে ৩টার মধ্যে হল ছাড়তে হবে। নইলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকে সংহতি প্রকাশ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা।

এর আগে সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে জড়ো হতে থাকেন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল থেকে উপাচার্যের অপসারণ চেয়ে নানা স্লোগান দেয়া হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রী হল ঘুরে পরিবহন চত্বর হয়ে মুরাদ চত্বরে গিয়ে সমাবেত হয়। এতে আন্দোলনকারী শিক্ষকরাও যোগ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত