জাবিতে আন্দোলনরত শিক্ষক–শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৯, ১৪:০১

সাহস ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষক–শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের মিছিল থেকে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এর আগে সোমবার সন্ধ্যা সাতটা থেকে আন্দোলনকারী শিক্ষকেরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে রাখেন। যতদিন না উপাচার্যকে অপসারণ করা হবে, ততদিন অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। অপরদিকে আন্দোলনকারীদের ঘিরে চার স্তর বিশিষ্ট বহর তৈরি করে মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এদিকে আজ বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা যখন উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিতে যান, তখন উপাচার্যপন্থী শিক্ষকেরা সেখানে এসে আন্দোলনকারী শিক্ষক–শিক্ষার্থীদের তুলে দিয়ে উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করেন। তবে আন্দোলনকারীদের বাধার মুখে তারা বাসভবনে ঢুকতে পারেননি।

এর কিছুক্ষণ পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ব্যানারে দুই শতাধিক নেতা–কর্মীর একটি মিছিল সেখানে আসে। মিছিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা হয়। তারপর তারা ওই জায়গায় অবস্থান নেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত