গণরুম ছেড়ে উপাচার্যের বাসার সামনে ঢাবি শিক্ষার্থীরা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৯, ১২:৫৯

সাহস ডেস্ক

আবাসন সংকট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় গণরুম ছেড়ে উপাচার্যের বাসায় উঠতে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তারা কাঁথা, বালিশ, কম্বল নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে ভিসির বাংলোর সামনে জড়ো হয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা বাধা দেন।

ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত বলেন, আমরা ডাকসু নেতারা নির্বাচনের সময় গণরুম সমস্যা সমাধানের কথা বলেছিলাম শিক্ষার্থীদের। আবাসন সংকট নিরসনে গত ১ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু এই সময়ের মধ্যে তাদের দৃশ্যমান কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। তাই উপাচার্যের বাসভবনে প্রবেশের জন্য এখানে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা আমাদের বাধা দেয়।

তিনি অভিযোগ করেন, মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনই এ ব্যাপারে আন্তরিক নয়। তারা যদি সত্যিই এ ব্যাপারে উদ্যোগ নিতো, হলে হলে অভিযান চালিয়ে অবৈধভাবে সিট দখলকারীদের বিতাড়িত করতো, তাহলে আমাদের আর এখানে এসে অবস্থান নিতে হতো না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত