বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৯, ১১:১৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণি ১ম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ। সোমবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নয়টি কেন্দ্রে সকাল ৯টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, চলবে দুপুর ১২টা পর্যন্ত।

বুয়েটের এক হাজার ৬০ আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ১২ হাজার ১৬১ জন। অর্থাৎ আসন প্রতি লড়ছেন ১১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

এবার ভর্তির জন্য ১৬ হাজার ২৮৮ জন আবেদন করেছিলেন। তার মধ্যে যাচাই-বাছাই করে ১২ হাজার ১৬১ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে বুয়েটে অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে ভর্তিচ্ছুদের দুর্ভোগের কথা ভেবে দুই দিনের জন্য আন্দোলন শিথিল করেছেন তারা।

প্রসঙ্গত, গেল ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে কিছু ছাত্রলীগ নেতা আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায়। পরে রাত ২টা ৫০ মিনিটে হলের সিঁড়িতে তার লাশ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত