আবরারের হলে সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৯, ১২:০৪

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় শের-ই-বাংলা হলে সিসিটিভির ফুটেজ সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে হলের প্রভোস্ট অফিসের সামনে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, রাত ২টা ৬ মিনিটের পর আর কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। ওই ফুটেজ পেলে হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বুয়েটের এক শিক্ষার্থী বলেন, 'আমরা সিসিটিভি ফুটেজের জন্য প্রভোস্টের রুম অবরুদ্ধ করে রেখেছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের সিসিটিভি ফুটেজ দেখানো হবে আমরা এই জায়গা ছাড়ব না।'

তবে হল প্রশাসন জানিয়েছে, ফুটেজ উদ্ধার করতে অন্তত সাত ঘন্টা সময় লাগবে। এর আগে মূল ঘটনা আসলে কি হয়েছে তা জানা যাবে না।

এদিকে, এই ঘটনায় দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত