নেগেটিভ মার্কিং থাকছে না রাবির ভর্তি পরীক্ষায়

প্রকাশ : ০১ অক্টোবর ২০১৯, ১৩:০৯

রিজভী আহমেদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং (ভুল উত্তরের জন্য নাম্বার কাটা) থাকবে না। গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।’

প্রসঙ্গত, এবারে তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। দুই ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তিচ্ছুরা ৩ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করে। এরপর ১৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২ টা পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে আবেদন করে। এবছর পরীক্ষার প্রশ্নপত্রে ৬০ নম্বর এমসিকিউ এবং ৪০ নম্বর লিখিত যোগ করা হয়েছে। শুধুমাত্র ২০১৯ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই এ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। আর আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd)-তে জানা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত