বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত ষোষণা

প্রকাশ | ০১ অক্টোবর ২০১৯, ১২:৪৫

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন স্থগিত ষোষণা করেছেন শিক্ষার্থীরা। টানা আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের আলোচিত ও সমালোচিত উপাচার্য প্রফেসর খোন্দকার নাসিরউদ্দিন পদত্যাগপত্র জমা দেয়ায় আন্দোলন স্থগিত করলো তারা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টায় প্রেস ব্রিফিং করে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা। প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এমএসসি বিভাগের শিক্ষার্থী আল গালিব।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১২ দিনের ভিসিবিরোধী আন্দোলনে যারা আমাদের সর্বাত্মক সহায়তা করেছেন তাদের কৃতজ্ঞতা জানাই। আন্দোলনের কারণে দুর্নীতিবাজ ভিসি পদত্যাগে বাধ্য হয়েছেন। এসব তুলে ধরতে গণমাধ্যমকর্মীরা সাহায্য করেছেন। তাদেরসহ ইউজিসির তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে সঠিক তথ্য প্রকাশ করায় তাদেরকেও ধন্যবাদ জানাই।