সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে জাবি উপাচার্য

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৫

ছাত্রলীগকে চাঁদা দেওয়া ও দূর্নীতির অভিযোগে উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগের দাবি উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এমন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে সাক্ষাৎ করেছেন জাবি উপাচার্য।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩ টায় অধ্যাপক ফারজানা ইসলাম সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে পৌঁছান। তবে তাদের মধ্যে ঠিক কি বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি। তারা সেখানে প্রায় ৩০ মিনিট বৈঠক করেন। বৈঠকে আরও কয়েকজন মন্ত্রী দপ্তরে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথেও বিস্তারিত কথা বলেননি ফারজানা ইসলাম। তিনি জানিয়েছেন, আগে থেকে শিডিউল ছিলো বলেই সাক্ষাতে এসেছেন।

এ সময় জাবি ইস্যুতে সাংবাদিকরা ফারজানা ইসলামের সাথে কথা বলতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত