ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৭

লিখিত পরীক্ষা ছাড়া ভর্তি হয়ে ডাকসুর নেতা হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে হামলা করেছে ছাত্রলীগ,এ অভিযোগ আন্দোলনকারী শিক্ষার্থীদের। পরে, শিক্ষকরা এসে পরিস্থিতি শান্ত করেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ‘দুর্নীতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে সাধারণ শিক্ষার্থী, কোটা সংস্কার আন্দোলনকারী, প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা মিছিল সহকারে ডিন কার্যালয় ঘেরাও করতে গেলে ছাত্রলীগ তাদের ওপর হামলা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাধারণ শিক্ষার্থী, কোটা সংস্কার আন্দোলনকারী, প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা মিছিল সহকারে ডিন কার্যালয় ঘেরাও করতে যায়। আন্দোলনকারীরা আসার পূর্বেই ছাত্রলীগের নেতাকর্মীরা ডিন কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারপর আন্দোলনকারীরা ডিন কার্যালয়ের সামনে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বিভিন্নভাবে হামলার ইঙ্গিত দিলেও আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যান। কয়েক মিনিট পর ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের কয়েকজনের গায়ে হাত তোলেন। কিছুক্ষণ পর তা বাড়তে থাকে। পরে তা হামলায় রূপ নেয়। ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরিস্থিতি আন্দোলনকারীদের প্রতিকূলে চলে যাওয়ায় তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রক্টর কার্যালয়ে যায়। প্রক্টর কার্যালয়ে গিয়েও প্রক্টরকে না পেয়ে তারা আবার বিক্ষোভ মিছিল নিয়ে ডিন কার্যালয়ের সামনে আসেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী বাসদ সমর্থিত) ঢাবি শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ভর্তি জালিয়াতির ঘটনায় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের পদত্যাগসহ তিন দফা দাবিতে আজ ব্যবসায় শিক্ষা অনুষদ ঘেরাও করে আমরা অবস্থান করছিলাম। এসময় ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৫০-৬০ জন নেতা-কর্মী এসে অতর্কিতে আমাদের ওপর হামলা চালায়, নারী শিক্ষার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।

“আমাদের এক সহযোগী আসিফকে মেরেছে ওরা। চোখে আঘাত পাওয়ায় ওকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে”, যোগ করেন তিনি।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, ছাত্রলীগ বরাবরের মতো আমাদের কর্মসূচিতে হামলা করেছে। আমরা সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবো। হামলাকারীদের অধিকাংশই ডাকসুর জিএস ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত