"রুম টু রীড" এর উদ্যোগে ৭ স্কুলে "গল্পের আসর"

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৮

"ঐ জাতি তত বেশি উন্নত
যে জাতি যত বেশি বই পড়ে"

স্কুলভিত্তিক বই পড়ার আগ্রহকে আরো বেশি গতিশীল  করার জন্য "রুম টু রীড" কর্তৃক আয়োজিত জীবন দঙ্খতা ক্লাবের অধীনে ৭টি স্কুলে অনুষ্ঠিত হয় গল্পের আসর। মেয়ে শিশুদেরকে বিশ্ব জগতের সাথে পরিচিত করার জন্য এবং বই পড়ে অন্যের সামনে উপস্থাপন কৌশলে যেন পারদর্শী হয় তাই এই উদ্যোগ।

স্কুল গুলো হচ্ছে, আর্দশ হাই স্কুল, অগ্রদূত বিদ্যানিকেতন, বংশাল বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামবাগ আশরাফ আলী হাই স্কুল, শহীদ মানিক আর্দশ হাই স্কুল, সালাহউদ্দিন আহাম্মেদ আর্দশ হাই স্কুল এবং শহীদ নবী হাই স্কুল।

যুগে যুগে মেয়েশিশুদের নিপীড়নের গল্প যেমন আছে ঠিক তেমনি করে প্রতিবাদের ভাষাও তৈরী করা জরুরী। সেই প্রেক্ষাপট তৈরির জন্য বই পড়ার বিকল্প কোন কিছু নাই। গল্পের আসরের এই উদ্যোগ একদিকে যেমন বই পড়ার আগ্রহ তৈরি করবে ঠিক অন্যভাবে মেয়েশিশুদের বিশ্ব সম্পর্কে জানার অগ্রহ তৈরি হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত