২ মিনিটে অজানা ৫

প্রকাশ : ২২ আগস্ট ২০১৯, ১২:৩৯

১। ফরাসি জ্যোতিষী নোস্ত্রাদামুস সেপ্টেম্বর ১১, ২০০১ এর হামলা সম্পর্কে কয়েক শত বছর পূর্বেই ভবিষ্যৎবাণী করেছিলেন বলে ধারণা করা হয়।

২। মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণসত্ত্বা থাকার বিপুল সম্ভাবনা সত্ত্বেও এখনো পর্যন্ত এর কোন নিদর্শন খুঁজে না পাওয়ার বিভ্রান্তিটি ফার্মি হেঁয়ালি নামে পরিচিত।

৩। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী কোনো দেশে শল্যপ্রসবের (সিজারিয়ান সেকশন) মাধ্যমে শিশু জন্মের হার মোট জন্মহারের ১৫ শতাংশের বেশি হওয়া অনুচিত

৪। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের টাইম ১০০-এ সর্বাধিক সাত বার বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিত্বদের মধ্যে স্থান করে নিয়েছেন মার্কিন টেলিভিশন উপস্থাপিকা ওপরা উইনফ্রি।

৫। ১৯৪২ সালে মহম্মদ আতাউল গণি ওসমানী যখন মেজর পদে উন্নীত হন, তখন তিনিই ছিলেন তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত