মাদককে লাল কার্ড দেখালো বগুড়ার ১০ হাজার শিক্ষার্থী

প্রকাশ : ০২ আগস্ট ২০১৯, ১৬:৫২

সাহস ডেস্ক

"মাদক নয়, স্বপ্নের ভবিষৎ গড়বো ক্রিকেটে" স্লোগানে মাদক বিরোধী ক্যাম্পেইনে অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করলো বগুড়ার আর্ম ব্যাটালিয়ান স্কুল এন্ড কলেজ ও বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের দশ হাজার শিক্ষার্থী।

দেশব্যাপী আয়োজিত প্রতিভাবান ক্ষুদে ক্রিকেটারের সন্ধানে ট্যালেন্ট হান্ট প্রথম পর্বেও রাজশাহী বিভাগের বগুড়া জেলার ক্যাম্পেইন ও নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এ লাল কার্ড প্রদর্শন করে শিক্ষা প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা। এসময় তারা দেশে ক্রিকেটের নতুন বিপ্লব ঘটাতে ক্রিকেটকে হ্যা বলে সবুজ কার্ডও প্রদর্শন করে।

বৃহস্পতিবার (১ আগস্ট) আর্ম ব্যাটালিয়ান স্কুল এন্ড কলেজের আয়োজিত মাদক বিরোধী কার্যক্রমে অংশ নেয় প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ হাজার ছেলে ও মেয়ে শিক্ষার্থী।

এসময় আয়োজক প্রতিষ্ঠান ট্যালেন্ট স্পোটর্স লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) তপু আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এ টি এম মোস্তফা কামাল।

প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র রায় এর সঞ্চালায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যালেন্ট স্পোটর্স লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার মো. বিপ্লব খান, ট্যালেন্ট হান্টের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী গারডা এ্যাডভারটাইজিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এর চেয়ারম্যান জাহিদুল হক (শাকিল), ব্যবস্থাপনা পরিচালক মোজাহিদুল ইসলাম রাজ, পরিচালক সোয়েব আহমেদ, আর্ম ব্যাটালিয়ান স্কুল এন্ড কলেজ এর কলেজ শাখার ইনচার্জ মাহবুবা হক, শিফট ইনচার্জ মাহফুজুর রহমান জুয়েল, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, প্রভাতী শাখার শিফট ইনচার্জ রওশন আরা বেগম প্রমুখ।

এদিকে বুধবার বিকেলে বিয়াম ফাউন্ডেশন পরিচালিত বগুড়ার বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে ট্যালেন্ট হান্টের ক্যাম্পেইন ও নিবন্ধন কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহা. মুস্তাফিজুর রহমান।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী মাদক বিরোধী লাল কার্ড ও ক্রিকেটের বিপ্লবে সবুজ কার্ড প্রদর্শন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত