২ মিনিটে অজানা ৫

প্রকাশ : ২৭ জুলাই ২০১৯, ১৫:৪৩

১। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার লাভ করা টেইলর সুইফট -ই এখন পর্যন্ত এ পুরস্কারের সবচেয়ে কমবয়সী বিজেতা।

২। ইংরেজি শ্যাম্পু শব্দটির উৎপত্তি হয়েছিলো হিন্দি শব্দ চাম্পু থেকে।

৩।বৈদিক সাহিত্যে শিব শব্দটি অন্যান্য দেবদেবীর বিশেষণ হিসেবেও ব্যবহৃত হয়েছে।

৪। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বার্বাডোস দ্বীপে প্রাপ্ত বার্বাডোস থ্রেডসাপ বিশ্বের ক্ষুদ্রতম সাপ।

৫। সমুদ্রের গভীরতম স্থান মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডিপে পানির চাপ, ভূ-পৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় প্রায় ১,০৯৯ গুণ বেশি।

সাহস২৪.কম/জুবায়ের/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত