ঢাবির সকল ফটকে তালা

প্রকাশ : ২১ জুলাই ২০১৯, ১১:৪১

সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ফটকে তালা ও ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।

২১ জুলাই (রবিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং, কলাভবন, ব্যবসায় অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

সাত করেজের অধিভুক্তি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। প্রশাসন দাবি মেনে না নেওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ক্লাস, পরীক্ষা বর্জন করে অন্যের ক্ষতি করে কোনো আন্দোলন শুভ হয় না। আমরা তাদের সঙ্গে বসতে চেয়েছি। কিন্তু তারা কোনো কথায়ই শুনছে না। আলোচনা ছাড়া সমাধান হবে কি করে। আমরা আশা করছি, তারা আমাদের ডাকে সাড়া দিয়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবে।

এর আগেও সাত কলেজ বাতিলের দাবিতে ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজকে বাদ দেওয়ার দাবিতে গত ১৭ জুলাই বিক্ষোভ করেন ঢাবি শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত