ভিকারুননিসায় ফেল করেছে ৭ জন

প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১৮:৫৬

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় ১৯২৫ শিক্ষার্থীর মধ্যে ৭ জন ফেল করেছে আর অনুপস্থিত ছিলেন ৫ জন।

সোমবার (১ মে) দুপুর ১টার দিকে ব্রিফিং করে এই তথ্য জানান ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম।

ভিকারুননিসায় পাশের হার ৯৯ দশমিক ৩২ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৭৭৫ জন।

ফেরদৌসী বেগম জানান, মোট পরীক্ষার্থী ১৯২৫ জনের মধ্যে পাস করেছে ১৯১২ জন। এর মধ্যে ফেল করেছে ৭ জন আর ৫ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

তিনি জানান, বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থী ছিল ১৩৮৩ জন এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৯৭ জন, মানবিক থেকে ২৫৮ জনের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৯ জন, ব্যবসায় শিক্ষা শাখায় পরীক্ষার্থী ২৮৪ জন এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৯ জন।

এই রেজাল্টে তারা খুশি উল্লেখ করে তিনি আরও বলেন, যারা পাস করেছে তাদের অভিনন্দন। সামনের বার আমরা আরও ভালো করব। এই রেজাল্টকে আমি কখনও প্রতিষ্ঠান ব্যর্থতা হিসেবে মনে করি না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত