জাবিতে মিষ্টি খাওয়া নিয়ে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রকাশ : ০৩ জুলাই ২০১৯, ১৮:৪৫

সাহস ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) দুপুর দুইটা ১০ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হলেও প্রতিবেদনটি লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলার একটি দোকানে বসে চা পান করছিলেন ভাসানী হলের ৪৫তম ব্যাচের ছাত্র সৌরভ কাপালি। এ সময় সেই দোকানে মিষ্টি খেতে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৬তম ব্যাচের দুজন শিক্ষার্থী। মিষ্টি খাওয়ার সময় সৌরভ কাপালির সঙ্গে ওই দুজনের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে সৌরভ ওই দুজনকে থাপ্পড় দেন। এ সময় তিনজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, ইতোমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. জাবেদ মাসুদ বলেন, প্রক্টরের কাছ থেকে খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই। পরে দুই পক্ষের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। পরবর্তীতে শিক্ষার্থীরা নিজেরা বসে তাদের সমস্যা সমাধান করবে বলে জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত