নওগাঁর সাপাহারে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

প্রকাশ : ২৭ জুন ২০১৯, ১৮:৪৩

মুরাদ চৌধুরী

নওগাঁর সাপাহারে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে।

বৃহস্পতিবার দুপুরে রিক-নওগাঁ-১ এরিয়া কার্যালয়ে এরিয়া ম্যানেজার মুঞ্জুরুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপ বৃত্তি প্রদান অনুষ্ঠানে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত ও ইউপিপি- উজ্জীবিত কম্পোনেন্টের আওতায় উপজেলার ৩০ জন অতিদরিদ্র অসহায় মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতি শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়।

উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মুনিরুল ইসলাম, সংস্থার জোনাল ম্যানেজার আব্দুল আলিম, শাখা ব্যবস্থাপক রানা আহম্মেদ, লক্ষন চন্দ্র, আমিনুল ইসলাম, এটিও বকুল শাহ প্রমুখ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত