চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান বিষয়ক সেমিনার

প্রকাশ : ১৩ মে ২০১৯, ১৮:২৬

চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক।

বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভার) প্রফেসর ড.শংকর কুমার কুন্ডু ও নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন।

কর্মশালায় ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আইসিটি শিক্ষকগণ অংশ নেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। আমাদের প্রযুক্তি নির্ভর ও উন্নয়নমনষ্ক হতে হবে। আগামী বাংলাদেশ গড়ার সংগ্রামে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে। দেশটাকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করতে হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত