এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে সামার টার্মের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ : ১৩ মে ২০১৯, ১৭:২৬

চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে সামার ১৯ টার্মের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান। স্বাগত বক্তব্য দেন রেজিস্টার ড. সোহেল আল বেরুনী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক ভাইস প্রেসিডেন্ট ওসমান আলী মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক শাহরিয়ার কবির, প্রক্টর শহীদুল ইসলাম, কৃষি অনুষদ ডিন ড. দেলোয়ার হোসেন, ব্যবসায় অনুষদ প্রধান ড. মোস্তফা মাহমুদ হাসান ও সহযোগী অধ্যাপক ড. শামিমুল হাসান, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ প্রধান ড. আশরাফুল আরিফ সহ অনান্য শিক্ষক-শিক্ষাথী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে এই বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইংরেজী ভীতি দূর করে শিক্ষাঙ্গনে তথা বিশ্বে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত