চবিতে অবরোধ প্রত্যাহার, চলছেনা শাটল ট্রেন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৯, ১২:০৬

সাহস ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের অবরোধ প্রত্যাহার করে নিলেও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেলওয়ের লোকমাস্টাররা। এতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। যাদের জরুরি ক্লাস ও পরীক্ষা ছিল তাদেরকে বিকল্প পরিবহন করে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে কোনো শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করেনি।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশান বিভাগের ছাত্র আমিনুল ইসলাম বলেন, ছাত্রলীগ অবরোধ প্রত্যাহার করার পরও কেনো শাটল ট্রেন চলাচল করছেনা। ষোলশহর এসে দুই ঘণ্টা অপেক্ষা করেও কোনো ট্রেন চলাচল করেনি। পরে বাধ্য হয়ে বাসে করে বিশ্ববিদ্যালয়ে যেতে হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের লোকমাস্টার পরিচলনা পর্ষদের দায়িত্বরত মো. আলী বলেন, বিশ্ববিদ্যালয়ে যেকোনো ঘটনা ঘটলেই লোকমাস্টারকে মারধর ও অপহরণ করে নিয়ে যায়। শাটল ট্রেনে নিরাপত্তাহীনতার কারণে লোকমাস্টাররা বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চালাচ্ছেন না। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে তবেই শাটল ট্রেন চালাবে তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী বলেন, আমরা তাদের সঙ্গে বৈঠকে বসেছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একটু পরেই শাটল ট্রেন চলাচল করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত