গণভবনের পথে ডাকসু নেতারা

প্রকাশ : ১৬ মার্চ ২০১৯, ১৪:২৭

সাহস ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লাল বসে করে গণভবনে যাবেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। ডাকসুর নবনির্বাচিত এজিএস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবন যাবো।’

শনিবার (১৬ মার্চ) বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন আজ গণভবনে যাবেন।

ঢাবির পরিবহন ম্যানেজার কামরুল হাসান বলেন, ‘আটটি বাস এবং পাঁচটি মিনিবাস তৈরি রাখা হয়েছে। আমরা ৫০০ জনের পরিবহনের ব্যবস্থা করে রেখেছি। প্রয়োজন হলে আরও দেওয়া হবে। আমরা ১২টার মধ্যে সব বাস রেডি রেখেছি।’

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক শোভন বলেন, ‘ডাকসুতে  জয়ীদের পাশাপাশি আমি এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিসহ সংগঠনটির অনেক নেতাও শনিবার গণভবনে যাবেন।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারী ফোনে আমন্ত্রণ জানান ডাকসু এবং হল সংসদে নির্বাচিতদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত