আজ পাই (π) দিবস

প্রকাশ | ১৪ মার্চ ২০১৯, ১২:২৬

অনলাইন ডেস্ক

আজকের দিনটিকে ‘পাই দিবস’ হিসেবে পালন করেন গণিতপ্রেমীরা। ১৯৮৮ সাল থেকে প্রতি বছরে আজকের দিনটিতে পাইয়ের আনন্দে মেতে ওঠেন তাঁরা।

১৯৮৮ সালে ল্যারি শ’ (Larry Shaw) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এক্সপ্রোরেটরিয়ামে পাই দিবস উজ্জাপন করেন। পাই হলো একটি বৃত্তের পরিধির সঙ্গে এর ব্যাসের অনুপাত এবং এই মান একটি গাণিতিক ধ্রুব সংখ্যা। 

গণিতে যে কয়টা ধ্রুবক মান রয়েছে তার মধ্যে সবচেয়ে বহুল ব্যাবহৃত ও উল্লেখযোগ্য হলো পাই এর মান। এই মান ৩.১৪১৫৯২৬৫৩৫৮৯৭৯...। আর এভাবেই চলতে থাকে রহস্যময় সংখ্যাটি। এর শেষ কোথায় কেউ তা বলতে পারে না। অদ্ভুত সুন্দর ও অমীমাংসিত রহস্যময় পাই নিয়ে আজও গবেষণা চলছেই।