গাজীপুরে ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরি শুরু

প্রকাশ : ০৮ মার্চ ২০১৯, ১৭:২৫

সাহস ডেস্ক

বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় শুরু হয়েছে ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরি। গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে সাত দিনব্যাপী জাম্বুরি শুরু হয়েছে। ১৪ মার্চ রাতে শেষ হবে এই মিলনমেলা এবং ১৫ মার্চ সকালে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্দেশে ফিরে যাবে। 

রবিবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. আবদুল হামিদ ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরির উদ্বোধন করবেন। 

বাংলাদেশ স্কাউটস উপ-পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) মো. মশিউর রহমান জানান, সকাল থেকে স্কাউট দলগুলো জাম্বুরি মাঠে পৌঁছেছে। ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরির থিম নির্ধারণ করা হয়েছে যোগ্য নেতৃত্ব উন্নত দেশ। জাম্বুরিতে বাংলাদেশের সব জেলা ও উপজেলা থেকে ১ হাজার ৩টি স্কাউট দলের ৯ হাজার ২৭ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট অংশগ্রহণ করবে।

এছাড়াও ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, আফগানিস্তান, পাকিস্তান, ব্রুনাই, আমেরিকা, ইংল্যান্ড ও ফিলিপাইনের স্কাউট ও কর্মকর্তা এবং বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকসহ ১১ হাজার স্কাউট ও কর্মকর্তা অংশ নেবেন। বিশ্ব স্কাউট সংস্থার সেক্রেটারি জেনারেল আহমেদ আলহেন্দাউই, এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউটসের পরিচালক জে আর পাঙ্গিলিনান এই জাম্বুরিতে অংশ নেবেন। 

জাম্বুরি হচ্ছে স্কাউটদের মিলনমেলা। জাতীয় জাম্বুরি প্রতি চার বছর অন্তর আয়োজন করা হয়। স্কাউটরা এই জাম্বুরিতে শিক্ষামূলক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবে। প্রোগ্রামে অন্তর্ভুক্ত চ্যালেঞ্জগুলো ‘ভেঞ্চার’ নামে অভিহিত করা হয়েছে। মোট ১৪টি ভেঞ্চার ও কেন্দ্রীয় অনুষ্ঠানের সমন্বয়ে আকর্ষণীয়, উদ্দীপনামূলক, শিক্ষণীয় ও প্রতিযোগিতামূলক প্রোগ্রাম সাজানো হয়েছে যা ভিলেজ, সাব ক্যাম্প ও কেন্দ্রীয়ভাবে বাস্তবায়িত হবে। 

এছাড়াও জাম্বুরি প্রোগ্রামে কেন্দ্রীয় অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে উদ্বোধনী অনুষ্ঠান,  ভিলেজভিত্তিক তাঁবু জলসা, মহা তাঁবু জলসা, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জাতির পিতাকে বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করার জন্য জাম্বুরির মূল এরিনার নামকরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নামে। জাম্বুরিতে চারটি ভিলেজ রয়েছে। চারটি ভিলেজের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামান এর নামে। চারটি ভিলেজের অধীনে ১২টি সাব ক্যাম্প কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যাক্তিদের নামে নামকরণ করা হয়েছে। 

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে স্কাউট সদস্য সংখ্যা ১৭ লাখ। আগামী ২০২১ সালের মধ্যে স্কাউট সদস্য সংখ্যা ২১ লাখে উন্নীত করার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ স্কাউটস। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত