রাবিতে জাতীয় বিতর্ক উৎসব শুরু

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৬

রাবি প্রতিনিধি

‘শুদ্ধ চয়নে আলোকিত হোক যুক্তির মিছিল’ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জাতীয় বিতর্ক উৎসব ২০১৯’ শুরু হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম’ (বিএফডিএফ) এর আয়োজনে এ প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতার প্রথম পর্ব আন্তঃস্কুল ক্যাটাগরিতে রাজশাহী শহরের বিভিন্ন স্কুলের ২৪টি দল অংশগ্রহণ করে। সেখান থেকে সেমিফাইনাল জয়ী দুটি দল ২৩ ফেব্রুয়ারি ফাইনাল বিতর্কে অংশ নিবে।

আগামীকাল (১৬ ফেব্রুয়ারি) উৎসবের দ্বিতীয় পর্বে রাজশাহীর অঞ্চলের বিভিন্ন জেলার কলেজ পর্যায়ের ১৬টি দল অংশগ্রহণ করবে। ২২ ফেব্রুয়ারি উৎসবের তৃতীয় পর্বে অংশগ্রহণ করবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল। 

প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে উত্তীর্ণদের নিয়ে ২৩ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং বিশেষ বক্তা হিসেবে থাকবেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত