রাবিতে শাহ মখদুম ও বেগম রোকেয়া হল চ্যাম্পিয়ন

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৪

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৪১তম দুই দিনব্যাপী আন্তঃকলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে শাহ মখদুম হল। আর মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে বেগম রোকেয়া হল।

বুধবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন হলের প্রাধ্যক্ষদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান।

চ্যাম্পিয়ন শাহ মখদুম হলের পক্ষে শিক্ষার্থীরা মোট ৯টি গোল্ড, ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক লাভ করেছেন।
এদিকে মেয়ে হলগুলোর মধ্যে টানা তিনবারের মতো এগিয়ে আছে রোকেয়া হল। তারা ৭টি গোল্ড, ৫টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক পেয়েছে। মেয়ে হলের মধ্যে রানার্স আপ হয়েছে মুন্নুজান হল।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ছেলেদের ১৯টি ও মেয়েদের ১১টি ইভেন্টে মোট ১৯টি দলের প্রায় ২০০ জন খেলোয়াড় অংশ নেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, জনসংযোগ প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত