শিক্ষা জীবন অনিশ্চিত করতে দেওয়া হবে না: বেনজীর

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৯, ১৩:৩৭

সাহস ডেস্ক

র‍্যাবের মহ্পরিচালক বেনজীর আহমেদ বলেছেন, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণা রোধে কাজ করছে র‍্যাব। এ কাজে ২/১ দিনের মধ্য সাফল্য আসবে বলে। 

আজ বুধবার (৩০ জানুয়ারি) কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আমাদের নিজস্ব গোয়েন্দা ও অন্যান্য গোয়েন্দাদের সমন্বয়ে গঠিত সোশ্যাল মিডিয়ায় আমরা তৎপর রয়েছি। পরীক্ষা চলাকালে গোয়েন্দা নজরদারি, সাইবার পেট্রোলিং, আন্ডার কভার অপারেশন চলবে।’ 

ভবিষ্যত প্রজন্মের শিক্ষা জীবন অনিশ্চিত করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘র‍্যাবের পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা গতবছর থেকে এ প্রক্রিয়ায় যুক্ত হয়েছি। প্রশ্নফাঁসের মাধ্যমে প্রতারণার অভিযোগে গতবছর ১২৮ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এবারও এই ধারা অব্যাহত থাকবে।’

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘শিক্ষকরা জাতি গঠনের কারিগর। গতবছর কিছু শিক্ষককে আমরা এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকতে দেখেছি। দুঃখজনকভাবে বলতে হচ্ছে তারা জাতির জন্য লজ্জার কারণ।’

অভিভাবক ও পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত হবেন না। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের গ্রেপ্তার করা হবে। আমরা চাই প্রশ্নফাঁসের পেছনে ছুটে কোনও পরীক্ষার্থীর শিক্ষাজীবন নষ্ট না হোক। আমরা কোনও পরীক্ষার্থীকে গ্রেফতার করলে তার শিক্ষাজীবন ব্যাহত হবে। একইভাবে অভিভাবকদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা হবে।’

পরীক্ষা চলাকালে র‍্যাবের টিম প্রতিটি কেন্দ্রে ভিজিট করবে উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ‘আমাদের টিম কেন্দ্রে গিয়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলবে। আপনাদের কাছে কোনও ধরনের তথ্য থাকলে আমাদেরকে জানাবেন। আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত