রাবিতে র‌্যাগিং বন্ধে কমিটি গঠন

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৯, ১৮:৫৪

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‌্যাগিং বন্ধে ২৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানকে ওই কমিটির আহবায়ক করা হয়েছে। এছাড়া হল প্রাধ্যক্ষ, প্রফেসরসহ বিভিন্ন ক্যাটাগরিতে ২৬ জন সদস্য রাখা হয়েছে। 

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত এবং র‌্যাগিং এর শিকার শিক্ষার্থীদের মানসিক সমস্যার সৃষ্টি হয়। তাই বিশ্ববিদ্যালয়ে কোন র‌্যাগিং করা যাবে না। র‌্যাগিং করলে বা উদ্বুদ্ধ করার অভিযোগ পাওয়া সাপেক্ষে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে। 

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বিশ্ববিদ্যালয়গুলোতে র‌্যাগিং বিরোধী কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। সেই মাফিক একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটি র‌্যাগিং বন্ধে সোচ্চার থাকবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত