লালমনিরহাটে ছিটমহলগুলোতে বই উৎসব

প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৯, ১২:১৩

লালমনিরহাট প্রতিনিধি

দীর্ঘ ৬৮ বছর শিক্ষাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলো লালমনিরহাট জেলার ৩ উপজেলার ৫৯টি বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। গত ২ বছর ধরে ওই বিলুপ্ত ছিটমহলের শিশুরা তাদের মৌলিক অধিকার শিক্ষা গ্রহণ করতে পারছে। সারা দেশের ন্যায় বিলুপ্ত ছিটমহলের শিক্ষার্থীরা বছরের প্রথম দিন বই হাতে পেয়ে খুশিতে উল্লাসিত হয়েছে। 

মঙ্গলবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বাশকাটা বিলুপ্ত ছিটমহলে গিয়ে দেখা যায়, ওই ছিটমহলের শিশুরা বছরের প্রথম দিন বই হাতে পেয়ে খুশিতে উল্লাসিত হয়ে বাড়ি ফিরছে। তাদের মাঝে আনন্দের সীমা ছড়িয়ে গেছে।

৫ম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তার জানান, আজ থেকে ৪ বছর আগে নিজের ছিটমহলের পরিচয় গোপন করে অন্য ঠিকানা ব্যবহার করে স্কুলে ভর্তি হয়েছিলাম। কিন্তু ২ বছর ধরে ছিটমহল বিনিময় হওয়ার পর এখন নিজের পরিচয় দিয়ে স্কুল থেকে বই নিচ্ছি। 

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, ছিটমহল বিনিময় হওয়ার পর থেকেই বিলুপ্ত ছিটমহলগুলো ব্যাপক উন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ফলে ওই সব বিলুপ্ত ছিটমহলের শিক্ষার্থীরা এখন মূল ভূখণ্ডের শিক্ষার্থীদের সাথে শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত