পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৪:০৫

সাহস ডেস্ক

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার জেএসসি ও জেডিসিতে পাসের হার বাড়লেও কমে গেছে জিপি-৫।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসব তথ্য জানান। আজ সোমবার (২৪ ডিসেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে সিস্টেমে ফল প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ২৫ লাখ ৯৮ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। গত বছর এর সংখ্যা ছিল ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ জন। এবার পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী বেশি অংশ নিয়েছে । পাস করেছে ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন। গত বছর পাস করেছিল ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন শিক্ষার্থী। এবার ২ লাখ ১২ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী বেশি পাস করেছে।

এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ৭৬৯ জন। গত বছর ছিল ৫ হাজার ২৭৯টি, কমেছে ৫১০টি প্রতিষ্ঠান।

তবে এ বছর পাসের হার ৮৫.৮৩ শতাংশ। আর গত বছর পাসের হার ছিল ৮৩.৬৫ শতাংশ। পাসের হার বেড়েছে ২.১৮ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত