ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৮, ১৭:০৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১৭:০৯

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ‘ঘ’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা সম্মিলিতভাবে (বিজ্ঞান, মানবিক ও বিজনেস শাখা) শতকরা ২৬ দশমিক ২১ শতাংশ।

মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার, মামলা ও তদন্ত কমিটি গঠনের পর সোমবার দুপুরে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল স্থগিত করার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর বিজ্ঞপ্তি পাঠিয়ে জানায়, আজ ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে।

জানা যায়, প্রকাশিত ফল অনুযায়ী, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৪৬৩ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭০ হাজার ৪৪০ জন শিক্ষার্থী।