ন্যাশনাল এনভায়রনমেন্ট অলিম্পিয়াড ২০১৮ সম্পন্ন

প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৮, ১৭:০৩

সাহস ডেস্ক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল এনভায়রনমেন্ট অলিম্পিয়াড, আর্ট, এছেই, ম্যাপ এন্ড পোস্টার কম্পিটিশন-২০১৮’।

১৪ অক্টোবর ২০১৮ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়েজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. এ. এস. এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. শিবলি রুবায়েত-উল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা খায়ের ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রেজুয়ান হোসেন ভূইঁয়া।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত