জাবি ছাত্রের নামে চুরি ও মাদকের অভিযোগ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৪

সাহস ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে চুরি ও মাদকের অভিযোগ করেছেন তারই হলের এক শিক্ষার্থী। সাজিদ মিলন ৪০তম আবর্তনের গণিত বিভাগে অধ্যয়নরত শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন।

অভিযোগকারী জানান, তিনি গত ২৪ তারিখে কাউকে কিছু না জানিয়ে হল ছেড়ে চলে যান। যাবার সময় কিছু ইলেকট্রনিক সামগ্রী সহ ব্যাগ থেকে নগদ পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে যান বলে অভিযোগ করা হয়। 

ভিকটিম আরো জানান , সাজিদ মিলন, বটতলার দোকানদার সহ কিছু বহিরাগত নিয়ে হলের রুমে নিয়মিত মাদকের আড্ডা বসাতো। তার এই উশৃঙ্খলতার জন্য গত ৮ বছরেও স্নাতক শেষ হয়নি।  তাকে এ কাজে বাঁধা দেবার কারণেই তিনি ইলেকট্রনিক সামগ্রী ও টাকা নিয়ে চলে যান।

এই মর্মে উক্ত অভিযোগকারী শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্ট বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করেছেন। 
এ ব্যপারে অভিযুক্ত সাজিদ মিলনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যপারটিকে উদ্দেশ্য প্রণোদিত বলে অস্বীকার করেছেন।

শহীদ রফিক-জব্বার হলের প্রভোস্টের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত