জিপিএ-৫ বেড়েছে ভিকারুননিসায়

প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৭:০০

সাহস ডেস্ক

গত বছরের তুলনায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার কিছুটা কমেছে। কিন্তু এই ফল বিপর্যয়ের মধ্যেও ভিকারুননিসার মেয়েদের ফল খুবই ভালো।  গত বছরের চেয়েও এবার এই কলেজের ৪৩ জন ছাত্রী জিপিএ-৫ বেশি পেয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।

বৃহস্পতিবার (১৯ জুলাই) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বরাবরের মতো ভালো ফল করেছে বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।

তিনি জানান, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজে এবার এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯.৮৫, মানবিক শাখায় পাসের হার ৯৯.১৪। আর ব্যবসায় শিক্ষায় পাস করেছে শতভাগ শিক্ষার্থী। এবার এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাত্র চারজন শিক্ষার্থী ফেল করেছে।

এদিকে খুব ভালো পরীক্ষা দেওয়ার পরেও কাক্ষিত ফল না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী ও তাদের অভিভাবককে মন খারাপ করে বসে থাকতে দেখা গেছে। এদের মধ্যে এক শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে সতীর্থরা তার সেবা শুশ্রুষা করে তাকে সুস্থ করে তুলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত