সব ধরনের কোচিং সেন্টার বেআইনি: শিক্ষামন্ত্রী

প্রকাশ | ২৮ মার্চ ২০১৮, ১৫:২৬ | আপডেট: ২৮ মার্চ ২০১৮, ১৮:০৪

অনলাইন ডেস্ক

সব ধরনের কোচিং সেন্টার বেআইনি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

বুধবার (২৮ মার্চ) ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী হতাশা নিয়ে বলেন, আমরা আইন প্রয়োগ করে কোচিং সেন্টার বন্ধ করতে পারি না। আইনশৃঙ্খলা বাহিনীকে তা করতে হয়। আইন প্রয়োগের ক্ষমতা  আমাদের নেই। আইন প্রয়োগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারাই এটি করেন।

তিনি আরও জানান, হাইকোর্টের রায়ে আছে কোচিং সেন্টার, গাইড বই, নোট বই বেআইনি। কিন্তু তারপরেও দেশে অনেক অপরাধ ও বেআইনি কাজ হচ্ছে। ইচ্ছে  করলেই সব বন্ধ করে দেওয়া যায় না। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর সঙ্গে সম্পৃক্ত আছে বিভিন্ন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর  পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নেবে। এর  মধ্যে ছাত্র ৬ লাখ ৯২ হাজার ৭৩০ জন ছাত্র এবং ৬ লাখ ১৮ হাজার ৭২৭ জন ছাত্রী।
সাহস২৪.কম/রনি/মশিউর