আগামীকাল ঢাবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৮, ১২:২৫

অনলাইন ডেস্ক

প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আগামীকাল ২৭ জানুয়ারি (শনিবার) বিকাল ৩টায় বার্ষিক এই পুনর্মিলনীর আয়োজন করেছে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি (ইডাস)।

আয়োজকদের আশা, ১৯৪০ এর দশক থেকে শুরু করে সর্বশেষ স্নাতক শেষ করা এই বিভাগের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান পরিণত হবে মিলন মেলায়। 

টিএসসির সবুজ চত্বরে বিকাল থেকে চলবে আড্ডা, বক্তৃতা, স্মৃতিচারণ আর সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি থাকবে খাবারের আয়োজন।

পুনর্মিলনীর জন্য সোসাইটির ওয়েবসাইটে (edas.com.bd) অনলাইন  নিবন্ধন শুরু হয়েছে গতবছরের শেষ দিক থেকেই। সাধারণ সদস্যরা ৩১ ডিসেম্বর পর্যন্ত জনপ্রতি ৬০০ টাকায় নিবন্ধন করার সুযোগ পেয়েছেন। এখন অনলাইনের পাশাপাশি শনিবার অনুষ্ঠানস্থলেও সাধারণ সদস্যরা প্রত্যেকে ৭০০ টাকা, এবং আজীবন সদস্যরা ৫০০ টাকা দিয়ে পুনর্মিলনীর জন্য নিবন্ধনের কাজটি সারতে পারবেন।

প্রসঙ্গত, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই। আর অ্যালামনাই সোসাইটি যাত্রা শুরু করে ১৯৮৬ সালের ডিসেম্বরে।

সাহস২৪.কম/জুয়েনা