ইলিশের প্রথম চালান ভারতে পৌঁছেছে
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৮


যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৪৫ দশমিক ৮০০ টন ইলিশের প্রথম চালান ভারতে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেনাপোল কাস্টমস হাউসে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইলিশ বহনকারী মোট ১২টি ট্রাক ভারতের পেট্রোপল ল্যান্ডপোর্টে পৌঁছেছে। প্রতি কেজি ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে ১০ ডলার।
রফতানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- মহিমা এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিশ প্রসেসিং রিপা এন্টারপ্রাইজ এবং প্যাসিফিক সিফুড। ভারতীয় আমদানিকারক হলো- এসআর ইন্টারন্যাশনাল নাজ ইমপ্লেক্স প্রাইভেট লিমিটেড, বিমল রায় ও বরখা বিকাশ ফিশ এজেন্সি।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, রফতানিকারকদের ৩০ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি করতে হবে।
এর আগে, বুধবার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৭৯ রফতানিকারককে ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়।
গত বছর সরকার ২ হাজার ৯০০ টন ইলিশ রফতানির অনুমতি দিলেও রফতানি হয়েছে মাত্র ১ হাজার ৩০০ টন। ২০১২ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানি করে আসছে বাংলাদেশ।