এক কোটি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ : ০৯ মে ২০২২, ১৯:২০

সাহস ডেস্ক
ছবি: টিপু মুনশি

আগামী জুন মাস থেকে আরও এক কোটি দরিদ্র পরিবারকে খাদ্য পণ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সোমবার (৯ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমি ৫০ লাখ পরিবারের কথা বলে ছিলাম কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন এক কোটির কথা। একই সঙ্গে বলেছেন এই সহায়তা যেন বন্ধ না হয়। যতোদিন প্রয়োজন হবে এবং দেশে এরকম দাম থাকবে এই এককোটি পরিবারের পাঁচ কোটি মানুষকে তোমাদের এভাবে সাহায্য করতে হবে।

মন্ত্রী বলেন, আমরা দরিদ্রসীমার নিচে থাকা মানুষদের সাশ্রয়ের কথা চিন্তা করছি। আমাদের দেশের ২০ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে। ১৭ কোটি মানুষের মধ্যে তিন কোটি ২০ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে রয়েছে। সেখানে আমরা এক কোটি পরিবারের ৫ কোটি মানুষকে সাশ্রয়মূল্যে খাদ্যপণ্য দেবো। যতদিন প্রয়োজন হবে, এভাবে সাহায্য করা হবে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত