এডিবির ২৫ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৩

সাহস ডেস্ক

করোনা মহামারির পরবর্তী অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারের জন্য দেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।

এডিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঋণ শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, অবকাঠামো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে উজ্জীবিত করার জন্য ব্যবহার করা হবে। বাংলাদেশের অষ্টম পঞ্চ-বার্ষিকী পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এই ঋণ দেওয়া হচ্ছে।

জানা যায়, ৫০ কোটি ডলারের টেকসই অর্থনীতি পুনরুদ্ধার প্রোগ্রাম থেকে এই প্রথম ঋণ পেল বাংলাদেশ।

এডিবি থেকে আরও জানা যায়, স্বল্প আভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ এবং দেশীয় সম্পদের অদক্ষ ব্যবহার রোধের ক্ষেত্রে এই ঋণ সহায়তা করবে তারা।

সাহস২৪.কম/এসটি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত