মহামারির মধ্যেই বাড়লো এলপিজি গ্যাসের দাম

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ১৬:১০

সাহস ডেস্ক

করোনাভাইরাস মহামারির মধ্যেই বাড়ানো হলো গ্যাসের দাম। বেসরকারি খাতে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৩৩ টাকা। যা পূর্বে ছিলো ৯৯৩ টাকা। আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই মূল্য।

তবে উৎপাদন ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে। এছাড়াও গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম বেড়ে হয়েছে প্রতি লিটার ৫০ টাকা ৫৬ পয়সা। যা আগে ছিল ৪৮ টাকা ৭১ পয়সা।

মঙ্গলবার (৩১ আগস্ট) এক অনলাইন সংবাদ সম্মেলনে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি এই মূল্য ঘোষণা করে।

এ সময় নতুন মূল্যের ঘোষণা দিয়ে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, বিশ্ববাজারে দাম বাড়ায় দেশেও দাম বাড়ছে। আমদানিমূল্য কমলে দেশেও কমবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিইআরসির সদস্য মোহম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিইআরসির সচিব রুবিনা ফেরদৌসী।

সাহস২৪.কম/জেএস/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত