আজ ব্যাংক লেনদেন বন্ধ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১১:১২

সাহস ডেস্ক

করোনা সংক্রমণ কমাতে দেশে চলমান কঠোর লকডাউন আরো এক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। তবে এর আগেই  কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবারও (৪ আগস্ট) সব ব্যাংক বন্ধ থাকবে। 

চলতি বছরের ২৮ জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন নতুন নির্দেশনা অনুযায়ী  গত রবিবারও (১ আগস্ট) ব্যাংক বন্ধ ছিল। আবার আজ বুধবার ব্যাংক বন্ধ থাকবে। 

কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত ওই প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে এবং ২, ৩ ও ৫ আগস্ট নতুন সময়সূচি অনুযায়ী সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। ব্যাংকিং লেনদেন সময়সূচি লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলেব বিকেল ৪টা পর্যন্ত। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত